প্রয়াত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বল

ফ্যাশন জগতে নেমে এল শোকের ছায়া! দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ জয় হল না ডিজাইনার রোহিত বলের! মৃত্যু হল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বলের! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর! তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল। রোহিত বলকে ফ্যাশন জগতে ‘গুড্ডা’ নামেও চেনে অনেকে! গত ডিসেম্বর অর্থাৎ ২০২৩-এর ডিসেম্বর মাসে হৃদরোগের সমস্যায় আক্রান্ত হয়ে গুরগাোয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন! আইসিইউ-তে থেকে চিকিৎসা করাতে হয় তাঁকে! তবে এরপর তিনি ফের কাজে যোগদান করেন! তবে তখন থেকেই তাঁর চিকিৎসা চলছিল! মাত্র দুই সপ্তাহ আগেই বল ল্যাকমে ফ্যাশন উইকে তাঁর ফাইনাল কালেকশন নিয়ে শো করেন মুম্বইয়ে!