স্বামী-স্ত্রীর ঝগড়া সমাধান করার নামে তারাপীঠে বধূকে গণধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত ২ নাবালক সহ ৩
স্বামী-স্ত্রীর মনোমালিন্যের সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহকর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে। এমনকি ধর্ষনের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে মুখ বন্ধ করার হুমকি দেওয়া হয় নির্যাতিতা গৃহবধূকে। ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ। চূড়ান্ত লজ্জাজনক ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠে। সোমবার রাতে তারাপীঠ থানায় ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে তারাপীঠ থানার পুলিশ। গৃহবধুর স্বামীর অভিযোগ, লক্ষীপুজোর দিনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেই কারণে মায়ের সঙ্গে তারাপীঠ চলে যান ওই গৃহবধূ। সেই মনোমালিন্যের সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন গৃহবধুর স্বামীর তিন সহকর্মী। প্রতিশ্রুতি মোতাবেক বুধবার তারাপীঠ এলাকার একটি ফাঁকা বাড়িতে যান তিনি। সেখানেই ওই গৃহবধুকে গণধর্ষণ করে ওই তিনজন যুবক, এমনই অভিযোগ। গণধর্ষণের সেই দৃশ্য ভিডিও করে রাখে অভিযুক্তরা। মুখ বন্ধ রাখতে সেই ভিডিও মোবাইলে তুলে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই প্রথমে মল্লারপুর থানায় মৌখিক ভাবে ঘটনাটি জানান গৃহবধুর স্বামী। কিন্তু ঘটনাস্থল তারাপীঠ হওয়ায় মল্লারপুর থানা থেকে তারাপীঠ থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেয় বলে গৃহবধুর স্বামীর দাবি। এরপর সোমবার রাতে তারাপীঠ থানায় তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। এদিনের অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন অভিযুক্তের মধ্যে দু’জন নাবালক। তাদের সিউড়ি পাঠানো হয়েছে। বাকি একজনকে রামপুরহাট আদালত পাঠানো হয়।