গুজরাতে ভেঙে পড়ল বুলেট-ট্রেন প্রকল্পের রেলের নির্মীয়মাণ সেতু, বহু শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা, চলছে উদ্ধারকাজ

ভেঙে পড়ল বুলেট ট্রেন প্রকল্পের নির্মীয়মাণ সেতু ৷ গুজরাতের আনন্দের কাছে মঙ্গলবার এই বিপর্যয় ঘটেছে। ভেঙে পড়া সেতুটির তলায় বহু শ্রমিক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন আনন্দ থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে । এদিন ভাসাড়ের কাছে শ্রমিকরা বুলেট ট্রেনের জন্য সেতু নির্মাণের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। আনন্দ জেলা পুলিশ সুপার গৌরব জাসানি বলেন, “উদ্ধার করে দুই শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা ভালো রয়েছেন। অন্য শ্রমিকরা এখনও ভেঙে পড়া অংশের নীচে আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। আমরা উদ্ধারকাজ চালাচ্ছি।”

error: Content is protected !!