জোকা ইএসআই হাসপাতালের বিল্ডিং থেকে ঝাঁপ যুবকের, খুন নাকি আত্মহত্যা! তদন্তে পুলিশ
জোকা ইএসআই হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ। ২৯ বছর যুবকের নাম রৌনক ভট্টাচার্য। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন যুবক। রাতেই থানায় মিসিং ডায়েরি করে পরিবারের লোকজন। আজ সকালের ঘটনার ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান হাসপাতালের পিছনের বিল্ডিংয়ের উপরে থেকে ঝাঁপ দিয়েছেন ওই যুবক। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রৌনক ভট্ট (২৯)। ওই যুবক মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। সারাদিন বাড়ি না ফেরায় ওই যুবকের পরিবারের সদস্যরা তাঁর নিখোঁজ থাকার খবর জানিয়ে মঙ্গলবার রাতে বেহালা থানায় ডায়েরি করেন। রৌনক ভট্টের বাড়ি বেহালা থানার অন্তর্গত পুটিয়ারি রোডে। পড়াশোনায় মেধাবী হলেও চাকরি না পাওয়ায় অবসাদে ভুগছিলেন যুবর রৌনক। সেখান থেকে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন তিনি। ওই যুবক অনেক দিন ধরেই চাকরির চেষ্টা করছিলেন। কিন্তু চাকরি জোগাড় করতে পারেননি বলেই মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই ইএসআই হাসপাতালের পিছনের দিকের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন যুবক।