জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রী মোদির

ফের একবার মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার জয় নিশ্চিত হওয়ার পরই তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পকে নিজের বন্ধু বলে সম্বোধন করে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, আমার বন্ধুকে মন থেকে শুভেচ্ছা জানালাম এই ঐতিহাসিক জয়ের জন্য। তিনি আরও লেখেন, এর আগেও তুমি নিজের কার্যকাল সফলতার সঙ্গে কাটিয়েছিলে। ফের একবার ভারত-আমেরিকার সম্পর্ক যাতে দৃঢ় হয় সেদিকেই দুই দেশের নজর থাকবে। বিশ্বশান্তি এবং নিজেদের মানুষদের জন্য ভাল কিছু করার চেষ্টা আমাদের দুজনের মধ্যেই থাকবে। প্রসঙ্গত, আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প। কমলা হ্যারিসের সামনে ইতিহাস তৈরির সুযোগ ছিল। ৫০ প্রদেশের মধ্যে বেশির ভাগই ট্রাম্পের রিপাবলিকানদের দখলে।

error: Content is protected !!
22:56