ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত!

বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী, এই সিস্টেমটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্য ভাগে রয়েছে। এই আবহে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই।   বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনাও নেই এর মধ্যে।   উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে শনিবার পর্যন্ত। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই জেলাগুলির তাপমাত্রাতেও বড় ধরনের কোনও হেরফের হবে না এর মধ্যে।