উত্তর ২৪ পরগনার হাসনাবাদে বাড়িতে ফাঁকা পেয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার পড়শি প্রৌঢ়
ফাঁকা বাড়িতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি প্রৌঢ়ের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। নির্যাতিতা কিশোরীর পরিবার বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম পরিতোষ সরকার। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত প্রৌঢ়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। জানা গিয়েছে, বুধবার ওই কিশোরীর বাবা ও মা দু’জনেই কলকাতায় গিয়েছিলেন। কিশোরী একাই বাড়িতে ছিল। সন্ধ্যার পরে ওই কিশোরী বাড়ির ছাদে জামা-কাপড় তুলতে গিয়েছিল। পাশের বাড়ির ছাদ থেকে তখন পরিতোষ তাকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। ভয় পেয়ে কিশোরী দৌড়ে ছাদ থেকে দৌড়ে নীচের ঘরে নেমে আসে। দুই বাড়ির ছাদ কাছাকাছি ছিল। ছাদ ডিঙিয়ে পরিতোষও কিশোরীর পিছন পিছন নীচে নেমে আসে। অভিযোগ, ঘরের ভিতরে ঢুকে সে ওই কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে পরিতোষ তাকে প্রাণনাশের হুমকিও দিয়ে যায়। রাত দশটা নাগাদ কিশোরীর বাবা-মা বাড়ি ফিরে আসেন। তাঁরা দেখেন, মেয়ে অন্ধকার ঘরে শুয়ে কাঁদছে। জিজ্ঞাসা করতেই সে বাবা-মাকে পরিতোষের ‘কীর্তি’র কথা জানায়। বৃহস্পতিবার সকালে কিশোরীর বাবা-মা হাসনাবাদ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ তারপরই অভিযুক্ত পরিতোষকে গ্রেপ্তার করে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। বিচারক তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।