ঝাড়গ্রামে চিকিৎসক মৃত্যুতে বাড়ছে রহস্য!

গতকাল ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্য মৃত্যুর খবর সামনে আসে। তারপর থেকেই শুরু হয় জল্পনা। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের ছাত্র দীপ্র ভট্টাচার্যের নিথর দেহ গতকাল উদ্ধার হয় তাঁর ফ্ল্যাট থেকেই। তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের ময়নাতদন্তের রিপোর্ট বৃহস্পতিবার রাতেই সামনে আসে । আর যা ঘিরে দানা বাঁধছে রহস্য। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই চিকিৎসকের শরীরে কোনও কিছু একটা ইনজেক্ট করা হয়েছে, যার জেরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু কোলে ঢলে পরেন  দীপ্র। তবে এখনও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আসেনি পুলিশের হাতে। পুলিশ সূত্রে দাবি, পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আসলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের ছাত্র দীপ্র ভট্টাচার্যের নিথর দেহ উদ্ধার হয় তাঁর ফ্ল্যাট থেকেই। 

error: Content is protected !!