অস্থায়ী কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার

রাজ্যে অস্থায়ী কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি হল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা ঘোষণা করেছে রাজ্যের অর্থ দফতর। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাসে ৩,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অস্থায়ী কর্মবন্ধুদের। এখন থেকে তাঁরা মাসে ৫,০০০ টাকা করে বেতন পাবেন। গত ১ সেপ্টেম্বর থেকেই এই নির্দেশ কার্যকরের কথা জানানো হয়েছে বি়জ্ঞপ্তিতে। এই বেতন বৃদ্ধির পর রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে শাসকদলের কর্মচারী সংগঠন। মূলত ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দফতরে কাজ করেন কর্মবন্ধুরা। দীর্ঘ দিন ধরে তাঁরা বেতন বৃদ্ধির দাবি করছিলেন। বৃহস্পতিবার রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে তাঁদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আগে তাঁদের বেতন ছিল মাসে ২,০০০ টাকা। এখন থেকে মাসে ৫,০০০ টাকা পাবেন তাঁরা। তবে অন্য কোনও ভাতা পাবেন না। ১ সেপ্টেম্বর থেকে নতুন বেতনের নীতি কার্যকর করা হয়েছে। সেই হিসাব করে বেতনের অতিরিক্ত টাকা দেওয়া হবে তাঁদের।