আদিবাসী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী একাধিক কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সফর শেষে আজই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই উপস্থিত হন আদিবাসী ভবনে। আজ অর্থাৎ শুক্রবার বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে আদিবাসী ভবন থেকে মুখ্যমন্ত্রী জানান, সপ্তাহব্যাপী রাজ্য জুড়ে বিরসা মুন্ডার জন্ম শতবর্ষ উৎসব পালন করা হবে। আজ থেকে শুরু হবে এই উৎসব, চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী এদিন জানান, আগামী প্রজন্মের কাছে বিরসা মুন্ডার অবদান তুলে ধরতেই সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে।মুখ্যমন্ত্রী বলেন, “ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে উজ্জ্বল নাম বিরসা মুন্ডা। মাত্র ২৫ বছর বয়সে তীর ধনুক নিয়ে দেশের জন্য লড়াই করে নিজের জীবন দিয়েছিলেন তিনি। বিরসাই মনে করিয়েছিলেন, ফরেস্টের অধিকার শুধুমাত্র ট্রাইবালদের হাতে থাকা উচিত।“ ক্রীড়াক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের অসামান্য কৃতিত্বের কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামিদিনে অলিম্পিক জেতার ক্ষমতা রয়েছে আদিবাসী ভাই-বোনেদের। তারা আশা পূরণ করবে বলেও বিশ্বাসী মুখ্যমন্ত্রী।