অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী

কয়েকদিন পর বিদেশে পাড়ি দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি নিজেই জানিয়েছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বিদেশ সফরে অনুমতি দেয়নি কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। একবারই দেওয়া হয়েছিল বিদেশ থেকে লগ্নি টানার জন্য। তখন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও সেখানে গিয়ে ছিলেন। এবার মুখ্যমন্ত্রী সম্ভবত সবুজ সংকেত পেয়েছেন বিদেশমন্ত্রক থেকে। তাই ওই আমন্ত্রণ রক্ষা করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং সফরে থাকাকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানিয়েছিলেন। তখনই জানা যায়, অক্সফোর্ড ইউনিভার্সিটি স্মারক বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তা হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেই আমন্ত্রণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে পেয়ে তা রক্ষা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আগে আমন্ত্রণ পেয়েও রক্ষা করতে পারেননি। রাজ্যের নানা বিষয়ে ব্যস্ত থাকার জন্য সেখানে যাওয়া যায়নি। এবার এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে যেতে মনস্থির করেছেন।