দেশের ধনীতম মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাধারণ জীবনযাপনের কথা কারও অজানা নয়। এই মুহূর্তে দেশের মধ্যে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। যেখানে অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডুর সম্পত্তি ৯৩১ কোটি টাকার। মোট সম্পদের নিরিখে দেশের ধনীতম মুখ্যমন্ত্রী তিনি। সোমবার এমনটাই জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর। তাদের রিপোর্ট অনুযায়ী, দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি টাকা। তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা। সেখানে মাত্র ১৫ লক্ষ টাকার সম্পত্তির মালিকানা নিয়ে তালিকার একেবারে নিচের নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের।  দেশে বার্ষিক জাতীয় মাথাপিছু আয় প্রায় ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকা। মুখ্যমন্ত্রীদের গড় আয় তার ৭.৩ গুণ বেশি, অর্থাৎ ১৩ লক্ষ ৬৪ হাজার ৩১০ টাকা। মোট সম্পত্তির নিরিখে দেশের দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (৩৩২ কোটি টাকা)। তৃতীয় স্থানে কর্ণাটকের সিদ্দারামাইয়া (৫১ কোটি টাকার বেশি)। অন্যদিকে, গরিবদের মধ্যে মমতার পরেই আছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মাত্র ৫৫ লক্ষ টাকার মালিক এই ন্যাশনাল কনফারেন্স নেতা। কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ১ কোটি ১৮ লক্ষ টাকার মালিক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!