টায়ার ফেটে ডিভাইডারে ধাক্কা অ্যাম্বুলেন্সের, আহত চালক

জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। দুর্ঘটনার জেরে ১জন আহত হন বলে জানা যাচ্ছে। টায়ার ফেটে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মারে ওই অ্যাম্বুলেন্স। মঙ্গলবার সকাল সকাল ৩১ নং জাতীয় সড়কে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন বালাপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভোর থেকেই কুয়াশায় ছেয়ে রয়েছে গোটা জলপাইগুড়ি। আর তার জেরে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, চালক-সহ অপর এক ব্যক্তি প্রাণে বাঁচলেও, আহত হন চালক। ঘটনাটি ঘটে এদিন সকাল নাগাদ। ঘটনায় অ্যাম্বুলেন্স গাড়িটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। টায়ার ফেটে পড়ায় এই দুর্ঘটনা বলে ধারণা সাধারণ মানুষের । অ্যাম্বুলেন্স গাড়িটি গতকাল শিলিগুড়ি থেকে আসাম রোগী নিয়ে যাওয়ার পর রোগীকে নামিয়ে দিয়ে আসবার সময় এই দুর্ঘটনা। কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে এই রাস্তায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!