নিউইয়র্কে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ ১১

নিউইয়র্কের কুইন্সের আমাজুরা নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় আহত কমপক্ষে ১১ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে এই গুলি চলছে তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ ঘটনাস্থলে রয়েছে। ভয়াবহ ঘটনায় কুইন্সে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের পোস্ট করা সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, কুইন্সের আমাজুরা নাইটক্লাবের সামনে একাধিক পুলিশের গাড়ি। জানা গিয়েছে, নিউইয়র্ক পুলিশের ১০৩তম প্রিসিঙ্কটের কাছেই অবস্থিত এই ক্লাবটি। স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে এই হামলার কথা সামনে আসে। এরপরই সেই রাস্তা চারদিক দিয়ে বন্ধ করে দেয় পুলিশ। সেই ক্লাবটি ঘিরে ফেলে পুলিশ। সেখানে অ্যাম্বুলেন্স আসে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!