দিল্লিতে সহপাঠীকে কুপিয়ে খুন করল স্কুলছাত্র

 স্কুলে অতিরিক্ত ক্লাসের সময় ঝামেলায় জড়ায় দুই পড়ুয়া। বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা চলে দু’জনের মধ্যে। বিবাদ এখানেই থামেনি। ছুটির পরে স্কুলের বাইরে কয়েকজনকে ডেকে এনে সহপাঠীকে বেধড়ক মারধরের পর কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। নয়াদিল্লির শাকরপুরের এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ নাবালক সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিস। মৃত পড়ুয়ার নাম ইশু গুপ্তা।  সে রাজকীয় সর্বোদয় বাল বিদ্যালয়ের ছাত্র। পুলিস সূত্রে খবর, অতিরিক্ত ক্লাসের সময় কৃষ্ণ নামে আর এক ছাত্রের সঙ্গে তার তীব্র বাদানুবাদ হয়। স্কুল ছুটি হতেই কৃষ্ণ বেশ কয়েকজনকে ডেকে এনে ইশুকে বেধড়ক মারধর করে। ছুরি দিয়ে ইশুর ঊরুতে আঘাতও করা হয়। স্কুলের এক কর্মী প্রাথমিক চিকিৎসার পর ইশুকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই পুলিস, নারকোটিক্স স্কোয়াড ও স্পেশাল স্টাফ ঘটনাস্থলে পৌঁছয়। আটক করা হয় পাঁচ নাবালক সহ সাতজনকে। ছাত্র খুনে তাদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

error: Content is protected !!