হস্টেলে ডেকে নিয়ে গিয়ে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ সহপাঠীর

মধ্যপ্রদেশের গোয়ালিওর মেডিক্যাল কলেজে ধর্ষণের শিকার জুনিয়র চিকিৎসক ৷ হস্টেলে তাঁরই সহপাঠী ডেকে নিয়ে গিয়ে ওই পড়ুয়াকে ধর্ষণ করে ৷ এমনটাই জানিয়েছেন ওই নির্যাতিতা জুনিয়র চিকিৎসক ৷ দু’জনের বয়স 25 বছর বলে জানা গিয়েছে ৷ রবিবারের ওই ঘটনায় নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন ৷ অভিযুক্ত চিকিৎসক জুনিয়র ডাক্তারকে ধর্ষণের পাশাপাশি প্রাণে মারার হুমকিও দেন ওই অভিযুক্ত ৷ স্থানীয় কম্পু থানায় অভিযোগের দায়ের হওয়ার পরই তৎপর হয় পুলিশ ৷ সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারের ধর্ষণের এফআইআর দায়েরের পরই সোমবার পুলিশ ওই সহপাঠীকে গ্রেফতার করে ৷ পুরো বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে মেডিক্যাল কলেজের অন্য পড়ুয়াদেরও বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা। ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) অশোক সিং জাদন জানান, গত দেড় বছর ধরে পরিত্যক্ত সিনিয়র বয়েজ হস্টেলে থাকত ওই অভিযুক্ত জুনিয়র ডাক্তার। অন্যদিকে, ওই ছাত্রী শেষ বর্ষের পরীক্ষার জন্য ক্যাম্পাসের মেয়েদের হস্টেলে থাকতেন। কাছেই ওই বয়েজ হস্টেল ৷ ব্যাচমেট ছিল তাই তাঁকে দেখা করতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত ৷ তারপরই এমন কাণ্ড ঘটায় ৷ বর্তমানে অভিযুক্ত ডাক্তার পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকে জেরা করা হচ্ছে।

error: Content is protected !!