তিলজলা ও পঞ্চসায়র থানা এলাকায় ২ নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার

দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল। তিলজলা ও পঞ্চসায়র থানা এলাকায় ঘটনা দু’টি ঘটেছে। লালবাজার জানিয়েছে, শুক্রবার দুপুরে তিলজলা রোড এলাকায় বাড়ি থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের বয়স ১৭ বছর।  কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছে নাবালিকা। যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। অন্যদিকে, ওইদিনই পঞ্চসায়রের নবদিগন্ত এলাকায় একটি ঘরের ভিতরে ১৩ বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পঞ্চসায়র থানার পুলিস। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

error: Content is protected !!