আজ থেকে স্বাভাবিক হচ্ছে গঙ্গাবক্ষের মেট্রো পরিষেবা

পাঁচ বছরের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে এসপ্ল্যানেড-শিয়ালদহের মধ্যে সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে অভিশপ্ত বউবাজারের পাতাল পথে ক্ষতিগ্রস্ত পশ্চিমমুখী টানেল দিয়ে মেট্রোর মসৃণ যাত্রা সফল হয়েছে। এই ট্রায়াল রানের জন্য গত কয়েক সপ্তাহ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা বিঘ্নিত হচ্ছিল। এসপ্ল্যানেডের বদলে মহাকরণ স্টেশনে মেট্রো রেকের যাত্রা শেষ হচ্ছিল। আজ বৃহস্পতিবার থেকে গঙ্গাবক্ষের মেট্রো করিডরে পরিষেবা স্বাভাবিক হতে চলেছে। এতদিন সারাদিনে ১১৪টি পরিষেবা পেতেন যাত্রীরা। নেতাজি জয়ন্তী থেকে পরিষেবার সংখ্যা বেড়ে হবে ১৩০টি। জোড়া প্রান্তিক স্টেশন থেকেই আপ-ডাউনের রেকগুলি যাত্রা শুরু ও শেষ করবে। দিনের প্রথম মেট্রো হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড থেকে সকাল ৭টায় ছাড়বে। রাত ৯টা ৪৫ মিনিটে দিনের শেষ পরিষেবা সংশ্লিষ্ট দুই স্টেশন থেকে। দিনের ব্যস্ত সময়ে অর্থাৎ সকাল ৯টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে পরিষেবা চলবে। বাকি সময়ে ১৫ মিনিট অন্তর এই রুটে মেট্রো পরিষেবা মিলবে। 

error: Content is protected !!