
মুম্বইতে বান্দ্রা স্টেশনে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কুলি
বাণিজ্যনগরী মুম্বইতে চাঞ্চল্যকর ঘটনা। ট্রেনের মধ্যেই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক কুলির বিরুদ্ধে। ঘটনায় শহরের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অভিযুক্ত কুলিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে হরিদ্বার থেকে ছেলের সঙ্গে বান্দ্রা স্টেশনে নেমেছিলেন ওই মহিলা। এরপর তিনি একা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের কামরায় উঠে পড়েন। অভিযোগ, সেই কামরাতেই থাকা একজন কুলি মহিলাকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। নির্যাতিতা মহিলা এরপর বান্দ্রা স্টেশনের জিআরপি-র কাছে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই শুরু হয় তদন্ত। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কালপ্রিটকে চিহ্নিত করেন নির্যাতিতা মহিলা। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্টেশন চত্বরেই থাকে ও কুলির কাজ করে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে। মহিলা কেন ছেলের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।