Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

‘১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে’, বাণিজ্য সম্মেলনে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

তারকাখচিত বাণিজ্য সম্মেলনের মঞ্চ। মুকেশ আম্বানি থেকে শুরু করে সজ্জন জিন্দাল, কে নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। বাংলার জন্য বিনিয়োগ-লগ্নি টানতে মরিয়া মুখ্যমন্ত্রী। কারণ পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাব দিলেন বিরোধীদেরও। তবে ভোলেননি শিল্পপতিদের কোন কথাটি বলতে হবে। যেটা তাঁরা চান। শিল্প করার জন্য জমি এবং পরিবেশ। সেটা যে আছে, সে কথা নিজে মুখেই শিল্পপতিদের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শিল্পপতিদের সুবিধায় যে মুখ্যমন্ত্রী চিন্তা করেন তাও এই বাণিজ্য সম্মেলন থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গল উইন্ডো সিস্টেমের থেকে একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বাংলা আপনাদেরই গৃহ। এখানে আসুন, বিনিয়োগ করুন। পশ্চিমবঙ্গে রাজ্যস্তরে শিল্প সমন্বয় কমিটি গঠন করা হবে। আর সেই কমিটির নেতৃত্ব দেবেন মুখ্যসচিব। এখনও পর্যন্ত বাণিজ্য সম্মেলন থেকে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। সেই বিনিয়োগের অর্থে কিছু কাজ এগিয়েছে। বাকিটা বাস্তবায়ণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।’‌ অন্যদিকে এই শিল্প সম্মেলনের তাৎপর্য বোঝান মুখ্যমন্ত্রী। নতুন প্রজন্মের জন্য রেখে যেতে চান কর্মসংস্থান। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌পরবর্তী প্রজন্মের জন্য এই সম্মেলন জরুরি। আর দমকল, পরিবেশ, ভূমি রাজস্ব, অর্থ, আবাসন, শিল্প সব দফতরের সঙ্গে সমন্বয় রেখে এই কমিটি গড়ে উঠবে। যারা দেখবে যে বিনিয়োগের জন্য ছাড়পত্র দিতে যেন সময় না লাগে। প্রতি ১৪ দিনে একবার করে এই কমিটি বৈঠক করবে। কোথাও কোনও বাধা থাকলে তা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করবে। ইতিমধ্যেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। এই সম্মেলন রাজ্যের ভবিষ্যৎ তৈরি হবে।’‌ এছাড়া বাংলায় শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ শ্রমিক রয়েছে বলে হোটেল ব্যবসায় ১২০০ কোটি বিনিয়োগের ঘোষণা করলেন অম্বুজা–নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া। এখানে তৈরি হবে নেওটিয়া গ্রুপের আরও পাঁচ হাসপাতাল। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‌বড় কথা হল, মুখ্যমন্ত্রীর সঙ্গে সব সমস্যার কথা বলা যায়। অপেক্ষা করতে হয় না।’‌ আর বাণিজ্য সম্মেলনের মঞ্চে বড় ঘোষণা করলেন আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী। বললেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রগেসিভ পলিসি’‌তে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে।’‌ বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌আমি সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ, বিরোধীদের কাছে নয়। বাংলা ব্যবসার এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। রাজ্যের জিএসডিপি ৩.৯৩ গুণ বেড়েছে। মূলধন খাতে খরচ ১৩.৮৫ গুণ বৃদ্ধি পেয়েছে। শিল্প স্থাপনের জন্য ৫,০০০ একর জমি রয়েছে। ২০০টা শিল্পতালুক রয়েছে। তাই বাংলায় আসুন, বাংলায় বিনিয়োগ করুন। বাংলা আপনাকে খালি হাতে ফেরাবে না।’‌

error: Content is protected !!