স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি, মদ্যপ অবস্থায় ছেলেকে খুন করল বাবা

স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি করায় রাগের চোটে মদ্যপ অবস্থায় ছেলেকে খুন করল বাবা। শনিবার রাতে হায়দরাবাদের ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার চৌতুপ্পলে ঘটনাটি ঘটেছে ৷ স্থানীয়রা বলছেন, বাবার বেধড়ক মারধরের জন্য ছেলের মৃত্যু হয়েছে ৷ চৌতুপ্পল থানার সিআই মনমধ কুমারের মতে, “চৌতুপ্পলের আরেগুডেমের লরিচালক কাট্টা সাইদুলু ও তার স্ত্রী নাগামণি তাদের তিন ছেলের সঙ্গে থাকে ৷ তাদের ছোট ছেলে ১৪ বছরের ভানু প্রসাদ, একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্র ৷ শনিবার স্কুলে একটি অনুষ্ঠান ছিল ৷ সেখানে অংশগ্রহণ করেছিল সে ৷ তাই দেরি হয়ে যায় বাড়ি ফিরতে ৷” পুলিশ আধিকারিক মনমধ কুমারের আরও সংযোজন, “বাড়ি ফিরতেই ছেলেকে জিজ্ঞাসা করে, কেন বাড়ি ফিরতে দেরি ৷ সেইসময় কাট্টা সাইদুলু মদ্যপ ও ক্ষোভে ফুঁসছিল ৷ 14 বছরের ভানু প্রসাদকে নির্মমভাবে বুকে, পেটে, মুখে বারবার ঘুষি ও লাথি মারতে থাকে ৷ তখনই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় ছেলেটি ৷ চৌতুপ্পল সরকারি হাসপাতালে নিয়ে যেতে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে ৷ সাইদুলুর গ্রেফতারের ভয়ে পরিবারের লোকজনরা মাঝরাতেই দেহ শ্মশানে নিয়ে যান ৷” সেইসময় পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয় ও মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় ও বাবাকে গ্রেফতার করা হয় বলে জানান চৌতুপ্পল থানার সিআই ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, ভানু প্রসাদ একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্র ছিল ৷ সে তার বাবা, মাকে চাষের কাজে সাহায্যও করত । তার মা নাগামণির অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা করেছে এবং সাইদুলুকে গ্রেফতার করেছে।

error: Content is protected !!