
প্রধানমন্ত্রীর বিমানে নাশকতার ছক ! গ্রেফতার ১
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের আগে তাঁর বিমানে সন্ত্রাসী হামলা হতে পারে ৷ এমন খবর পাওয়ার পরই মঙ্গলবার মুম্বই পুলিশ মুম্বইয়ের চেম্বুর এলাকা থেকে একজনকে আটক করেছে ৷ বুধবার মুম্বই পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে। গত 11 ফেব্রুয়ারি মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে ৷ যেখানে সতর্ক করা হয়, প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁর বিমানে হামলা চালাতে পারে। তথ্যের গুরুত্ব বিবেচনা করে পুলিশ অন্যান্য সংস্থাকে অবহিত করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। পুলিশ আধিকারিকদের দাবি, মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে হুমকি ফোন করা ব্যক্তিকে চেম্বুর এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ বলেও পুলিশ আরও জানিয়েছে।