শিখ-বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ

1984 সালের শিখ-বিরোধী দাঙ্গায় অভিযুক্ত প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ৷ সরস্বতী বিহার মামলায় রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ বিচারক কাবেরী বাভেজা প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করেন ৷ সাজা ঘোষণা আগামী 18 ফেব্রুয়ারি ৷ আদালতে 31 জানুয়ারি শুনানি শেষ করেছিল ৷ প্রসঙ্গত, এই মামলাটি 1984 সালের 1 নভেম্বরের ৷ যেখানে পশ্চিম দিল্লির রাজ নগরে সর্দার যশবন্ত সিং এবং সর্দার তরুণদীপ সিংকে হত্যা করা হয়েছিল। বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ, রাজ নগর এলাকায় দাঙ্গাবাজদের একটি দল লোহার রড এবং লাঠি দিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে আক্রমণ করে। অভিযোগকারীদের মতে, সেই উন্মত্ত জনতার নেতৃত্বে ছিলেন সজ্জন কুমার ৷ যিনি তখন আউটার দিল্লি লোকসভা আসনের (অধুনা লুপ্ত) কংগ্রেস সাংসদ ছিলেন। অভিযোগকারীর মতে, সজ্জন কুমার জনতাকে আক্রমণে উস্কানি দেন ৷ এরপর জনতা সর্দার যশবন্ত সিং এবং সর্দার তরুণদীপ সিংকে পুড়িয়ে মারে। জনতা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং আগুন ধরিয়ে দেয়। তৎকালীন রঙ্গনাথ মিশ্রের নেতৃত্বাধীন তদন্ত কমিশনের সামনে অভিযোগকারীর দেওয়া হলফনামার ভিত্তিতে, উত্তর জেলার সরস্বতী বিহার থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়। ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 395, 397, 302, 307, 436 এবং 440 ধারায় এফআইআরটি দায়ের করা হয়েছিল।

error: Content is protected !!