
নারকেলডাঙার অগ্নিকাণ্ডে কাউন্সিলরকে শোকজ নোটিশ ধরাল কলকাতা পুরনিগম!
নারকেলডাঙার বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এবার আরও বিপাকে পড়লেন স্থানীয় কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা সচিন সিং। এর আগেই এই ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। আর, এবার তাঁর হাতে ধরানো হল শোকজ নোটিশ! সূত্রের দাবি, তাঁকে কলকাতা পুরনিগমের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সেই শোকজ পাওয়ার কথা স্বীকারও করেছেন সচিন। সূত্রের খবর, কলকাতা পুরনিগমের শাসকদল তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত বুধবার সচিন সিংকে এই শোকজ নোটিশ বা কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছেন। সূত্রের আরও দাবি, এই নোটিশ পাঠানো হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ (ববি) হাকিমের নির্দেশে। প্রতিবেদনে প্রকাশ, সচিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ওই চিঠি পেয়েছেন। এবং সেই শোকজের প্রেক্ষিতে যা জানানোর, তা তিনি তাঁর দলকেই জানাবেন।