
ফের নিম্নমুখী তাপমাত্রা, সপ্তাহান্তে কলকাতায় শীতের আমজে
শহর কলকাতা থেকে শীত বিদায় নিতে নিতেও রয়ে গেল আরও কিছুক্ষণ। ফলে সপ্তাহান্তে শীতের আমেজ উপভোগ করতে পারবে কলকাতাবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২-৩ ডিগ্রি নামতে পারে শহর কলকাতার তাপমাত্রা। আগামী তিন দিন এই পরিস্থিতি বজায় থাকবে। পরের সপ্তাহ থেকে অবশ্য ফের বাড়বে পারা। আগামী সপ্তাহে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। ১৯ ফেব্রুয়ারি থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় নাম থাকছে কলকাতারও। বৃষ্টির সম্ভাবনা ঘিরেই ফের পারদ পতনের আশা রয়েছে। আজ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির আশেপাশে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি। তবে, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে হালকা বৃষ্টিতে ভিজতে পারে শহরও।