মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি, পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে পারল না বিজেপির শীর্ষ নেতৃত্ব

পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে পারল না বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হল মণিপুরে ৷ গত 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং ৷ চারদিনের মধ্যে উত্তর-পূর্বের এই রাজ্যটিতে এমন পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার ৷ গত রবিবার সন্ধ্যায় এন বীরেন সিং রাজ্যপাল অজয় ভাল্লার সঙ্গে দেখা করে তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দেন ৷ সঙ্গে ছিলেন দলের উত্তর-পূর্বের দায়িত্বে থাকা পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র এবং রাজ্য বিজেপির সভাপতি এ সারদা ৷ এছাড়া বিজেপি এবং নাগা পিপল’স ফ্রন্ট-এর (এনপিএফ) 14 জন বিধায়কও ছিলেন ৷ সেদিনই এন বীরেন সিংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যপাল ৷ কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচিত না-হওয়া পর্যন্ত তাঁকেই কার্যকরী মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন ৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নির্দেশিকা জারি করে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এন বীরেন সিং যেদিন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন, তারপর দিন অর্থাৎ 10 ফেব্রুয়ারি মণিপুরে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার কথা ছিল ৷ অধিবেশনের প্রথম দিনই কংগ্রেস মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করবে, এমনটাই জানা গিয়েছিল ৷ তার আগে তিনি পদত্যাগ করেন ৷ বিধানসভা অধিবেশন বাতিল ঘোষণা করেন রাজ্যপাল অজয় ভাল্লা ৷

error: Content is protected !!