
মণিপুরে ২ সহকর্মীকে খুন করে আত্মহত্যা মণিপুরের CRPF জওয়ানের, আহত ৮
রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার অব্যবহিত পরেই ফের হিংসার ঘটনা ঘটল মণিপুরে ৷ উত্তর-পূর্বের রাজ্যটির একটি সিআরপিএফ ক্যাম্পে গুলি চালালেন এক জওয়ান ৷ নিজেরই দুই সহকর্মীকে গুলি করে হত্যা করে নিজেকেও গুলি করে আত্মহত্যার অভিযোগ উঠল মণিপুরের এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। আরও অভিযোগ, তাঁরই ছোড়া গুলিতে আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিপুর পুলিশ জানিয়েছে, “আজ রাত ৮টা নাগাদ একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ ইম্ফল পশ্চিম জেলার লামসাংয়ে একটি ক্যাম্পে এক সিআরপিএফ জওয়ান তাঁর সহ-জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় ৷ তাতে ২ জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্য ৮ জন আহত হয়েছেন ৷ পরে তিনি নিজে তাঁর সরকারি বন্দুক থেকে গুলি চালিয়ে নিজেকে শেষ করেছেন ৷ ওই জওয়ান F-120 Coy CRPF-এর অন্তর্ভুক্ত ছিলেন ৷ পুলিশ এবং সিআরপিএফ-এর শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷”