দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়

দুর্ঘটনার কবলে পড়ল সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের কনভয়। বৃহস্পতিবার সকালে যখন বর্ধমানে যাচ্ছিলেন, সেইসময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতির কনভয়ের সামনে আচমকা একটি লরি ব্রেক কষে। তার জেরে কনভয়ে থাকা দুটি গাড়ির মধ্যে সামান্য ধাক্কা হয়। তবে সৌরভ যে গাড়িতে ছিলেন, তাতে কোনওরকম বিপদ হয়নি। ওই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়নি। সৌরভ পুরোপুরি সুস্থ আছেন। পরবর্তীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে বিশেষ অনুষ্ঠানেও যোগ দেন। খোশমেজাজে পড়ুয়াদের সঙ্গে আড্ডা দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সূত্রের খবর, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় হুগলির দাদপুরের কাছে সৌরভের কনভয়ের সামনে দিয়ে একটি লরি যাচ্ছিল। আচমকাই ব্রেক কষেন লরির চালক। যাতে ধাক্কা না লেগে যায়, সেজন্য অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে দ্রুত ব্রেক কষেন সৌরভের গাড়ির চালকও।  এই দুর্ঘটনার পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। ভারতীয় দলে সুযোগ পাওয়া, অধিনায়কত্বের অভিজ্ঞতাও ভাগ করে নেন দর্শকদের সঙ্গে। পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র, এই অনুষ্ঠান থেকে বার্তা সৌরভের।  সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বর্ধমানে আসার জন্য দীর্ঘদিন ধরে আমাকে বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছিল। এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। জেলা থেকে আগামীতেও খেলোয়াড়দের সামনে নিয়ে আসতে হবে।’

error: Content is protected !!