বৈষ্ণোদেবী মন্দির থেকে ফেরার সময় গভীর খাদে পড়ল বাস, মৃত ১, আহত ১৭

বৈষ্ণোদেবী মন্দির থেকে ফেরার সময় তীর্থযাত্রীদের নিয়ে নয়াদিল্লিগামী একটি বাস শনিবার জম্মুর হরি নিবাস প্রাসাদের কাছে মান্দা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ২৫-৩০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি ৷ ১৭ জন যাত্রীই আহত হন এবং বাসচালকের মৃত্যু হয় ৷ তাঁদের চিকিৎসার জন্য জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে (জিএমসি) নিয়ে যাওয়া হয় ৷ জম্মু পুলিশের মতে, মেসার্স রাম দয়াল ট্রাভেলসের UK07PA-5640 নম্বরের বাসটি কাটরা থেকে দিল্লি যাচ্ছিল ৷ রাস্তা থেকে আচমকায় পঞ্জতীর্থির মান্দা নাকার কাছে ২৫-৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। সকল যাত্রীই আহত ৷ তাঁদের চিকিৎসার জন্য জিএমসি জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে ৷”

error: Content is protected !!