
সুরাতে চারতলা কাপড়ের মার্কেটে আগুন! ভস্মীভূত একাধিক দোকান
গত 24 ঘন্টার মধ্যে সুরাটের শিবশক্তি টেক্সটাইল মার্কেটে একই স্থান থেকে পরপর দুবার আগুন লাগে। প্রথমে গতকাল বেসমেন্টে আগুন লেগে যায়। তারপর আজ ফের আগুন লাগে। এই অগ্নিকান্ডের ফলে 12টি দোকানে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে মোট 20 জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে ফায়ার ব্রিগেডের দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উল্লেখ্য, গতকাল ওই স্থানে আগুন লাগার পর এক ব্যক্তি শ্বাসরোধে (ধোঁয়ায় শ্বাস না নিতে পারার কারণে মৃত্যু) মারা যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এসি কম্প্রেসার বিস্ফোরণের থেকেই আগুন লেগেছে। আগুন বেসমেন্টের অন্তত পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা লাগাতার জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।