
গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসম
অসমে ভূমিকম্প। বুধবার রাতে ভূমিকম্পে রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.০ ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, গভীর রাতে হওয়া ভূকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও জেলা ৷ জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১৬ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি। অসমের মরিগাঁও জেলায় ভূমিকম্প অনুভূত হয় ৷ গভীর রাতে ভূমিকম্প গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় অনুভূত হয় কম্পন ৷ সবাই তখন ঘুমোচ্ছিলেন ৷ এ নিয়ে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্সে পোস্ট করে জানিয়েছে, “রাত ২.২৫ নাগাদ অসমে ২৬.২৮ উত্তর অক্ষাংশ এবং ৯২.২৪ পূর্ব দ্রাঘিমাংশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার গভীরতা ১৬ কিমি।”