ফের দেশের সেরা রাজ্যের তালিকায় মমতা’র বাংলা

বাংলার মুকুটে ফের এক নতুন পালক যুক্ত হল।  কেন্দ্রের মোদি সরকার যখন ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাসন ও গ্রামীণ সড়কের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ রেখে রাজ্যকে বঞ্চিত করছে, ঠিক সেই সময়েই ‘স্টেটাস অব ডিভলিউশন টু পঞ্চায়েতস ইন ইন্ডিয়া–2024’ রিপোর্ট পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম ‘উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন’ রাজ্য হিসেবে চিহ্নিত করেছে। ভারতীয় জন প্রশাসন ইনস্টিটিউট (IIPA) দ্বারা প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, 6টি প্রধান সূচকের ওপর ভিত্তি করে গঠিত সম্মিলিত ডিভলিউশন ইনডেক্স (DI)-এ পশ্চিমবঙ্গের স্কোর 56.52, যা জাতীয় গড়ের (43.89) তুলনায় অনেকটাই বেশি। এই সূচকে পশ্চিমবঙ্গকে পিছনে ফেলেছে ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ওড়িশাকে ৷ যাদের স্কোর 50 শতাংশের ওপরে থাকলেও পশ্চিমবঙ্গের তুলনায় কম। অন্যদিকে, বিহার, অসম, সিকিম ও উত্তরাখণ্ড 40-50 শতাংশ স্কোর নিয়ে মধ্যমস্তরে রয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এই বিষয়টিকে সামনে রেখে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তীব্রক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রিপোর্ট প্রমাণ করে যে, কেন্দ্র পশ্চিমবঙ্গকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে বঞ্চিত করছে ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি’র ভরাডুবির পর থেকেই 100 দিনের কাজের অর্থ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ অথচ তার আগে আমরা চারবার এই প্রকল্পের জন্য দেশের সেরা পুরস্কার পেয়েছি। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, প্রতিষ্ঠান ও স্বচ্ছতা রিপোর্টে উচ্চ প্রশংসিত হয়েছে।” মন্ত্রী আরও দাবি করেন, যদি পর্যাপ্ত জনবল নিয়োগ করা যেত, তাহলে রাজ্যের স্কোর 60 শতাংশেরও বেশি হতে পারত। কিন্তু ওবিসি (OBC) নিয়োগ সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে ৷

error: Content is protected !!