Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

কারচুপি করিয়ে দিল্লি-মহারাষ্ট্রে জয়ী বিজেপি, বাংলাতেও সেই চেষ্টা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

ভোটে কারচুপি করে দিল্লি ও মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছে বিজেপি ৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যেও সেই চেষ্টা চলছে ৷ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মী সম্মেলন থেকে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, হরিয়ানা ও গুজরাতের বহু লোকের নাম এনে ঢোকানো হচ্ছে বাংলার ভোটার তালিকায় ৷ এদিন একটি ভোটার তালিকা নিয়ে এসে দলীয় কর্মীদের সামনে তা তুলে ধরেন তৃণমূল নেত্রী ৷ তিনি দেখিয়ে দেন, বাংলার ভোটারদের তালিকায় এমন অনেক নাম রয়েছে, যাঁরা আদপে হরিয়ানা, গুজরাত বা অন্য কোনও রাজ্যের বাসিন্দা ৷ বাইরে থেকে এজেন্সি নিয়ে এসে গেরুয়া শিবির এই কারচুপি করছে বলে অভিযোগ করে, কর্মী ও ভোটারদের সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, “মহারাষ্ট্রে, দিল্লিতে কীভাবে হারিয়েছে, ওরা ধরতে পারেনি ৷ আমরা বাংলায় ধরব ও যোগ্য জবাব দেব ৷ এটা চ্যালেঞ্জ ৷” জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা নিয়ে এদিন প্রশ্ন তোলেন মমতা ৷ তিনি বলেন, “সদ্য যিনি নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব ছিলেন ৷” তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপি সাংবিধানিক সংস্থাটিকে ‘প্রভাবিত করার চেষ্টা করছে’। মমতা বলেন, “বিজেপি কীভাবে নির্বাচন কমিশনের আশীর্বাদধন্য হয়ে ভোটার তালিকায় কারচুপি করছে, তা এখন স্পষ্ট হয়ে গিয়েছে ৷” তাঁর হুঁশিয়ারি, “আমি যখন 26 দিনের অনশন করতে পেরেছি, তখন আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আন্দোলন শুরু করতে পারি । প্রয়োজনে ভোটার তালিকা সংশোধন এবং ভুয়ো ভোটার অপসারণের দাবিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধরনা শুরু করতে পারি ।” দিল্লি ও মহারাষ্ট্রে হরিয়ানা ও গুজরাতের ভোটারদের তালিকাভুক্ত করে নির্বাচনে কারচুপি করার জন্য বিজেপি একই কৌশল ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী । তাঁর কথায়, “দিল্লি ও মহারাষ্ট্রে, হরিয়ানা ও গুজরাতের ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করে নির্বাচনে জিতেছে বিজেপি । তারা হরিয়ানা ও গুজরাত থেকে এই ভুয়ো ভোটারদের এনে বাংলায় নির্বাচনে জেতার চেষ্টা করছে কারণ বিজেপি জানে যে যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হয়, তবে তারা কখনওই বাংলার নির্বাচন জিততে পারবে না ৷” এদিন একটি ভোটার তালিকা থেকে বেশকিছু নাম পড়ে শুনিয়ে কর্মীদের উদ্দেশে মমতা বলেন, “নির্বাচন কমিশনের সহায়তায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অন্যান্য রাজ্যের ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করা হয়েছে ৷ আমরা ভুয়ো ভোটারদের চিহ্নিত করব । আমরা বহিরাগতদের (বিজেপি) বাংলা দখল করতে দেব না ৷” তাঁর কথায়, “দিল্লিতে বিজেপি যা করেছে বাংলায় তার পুনরাবৃত্তি করা যাবে না ।” তাঁর তোপ, “ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে ক্ষমতা দখল করবেন ? দেখি কার কত ক্ষমতা । সাধারণ মানুষের ক্ষমতা নাকি এজেন্সির ?”

error: Content is protected !!