
কারচুপি করিয়ে দিল্লি-মহারাষ্ট্রে জয়ী বিজেপি, বাংলাতেও সেই চেষ্টা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী
ভোটে কারচুপি করে দিল্লি ও মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছে বিজেপি ৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যেও সেই চেষ্টা চলছে ৷ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মী সম্মেলন থেকে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, হরিয়ানা ও গুজরাতের বহু লোকের নাম এনে ঢোকানো হচ্ছে বাংলার ভোটার তালিকায় ৷ এদিন একটি ভোটার তালিকা নিয়ে এসে দলীয় কর্মীদের সামনে তা তুলে ধরেন তৃণমূল নেত্রী ৷ তিনি দেখিয়ে দেন, বাংলার ভোটারদের তালিকায় এমন অনেক নাম রয়েছে, যাঁরা আদপে হরিয়ানা, গুজরাত বা অন্য কোনও রাজ্যের বাসিন্দা ৷ বাইরে থেকে এজেন্সি নিয়ে এসে গেরুয়া শিবির এই কারচুপি করছে বলে অভিযোগ করে, কর্মী ও ভোটারদের সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, “মহারাষ্ট্রে, দিল্লিতে কীভাবে হারিয়েছে, ওরা ধরতে পারেনি ৷ আমরা বাংলায় ধরব ও যোগ্য জবাব দেব ৷ এটা চ্যালেঞ্জ ৷” জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা নিয়ে এদিন প্রশ্ন তোলেন মমতা ৷ তিনি বলেন, “সদ্য যিনি নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব ছিলেন ৷” তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপি সাংবিধানিক সংস্থাটিকে ‘প্রভাবিত করার চেষ্টা করছে’। মমতা বলেন, “বিজেপি কীভাবে নির্বাচন কমিশনের আশীর্বাদধন্য হয়ে ভোটার তালিকায় কারচুপি করছে, তা এখন স্পষ্ট হয়ে গিয়েছে ৷” তাঁর হুঁশিয়ারি, “আমি যখন 26 দিনের অনশন করতে পেরেছি, তখন আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আন্দোলন শুরু করতে পারি । প্রয়োজনে ভোটার তালিকা সংশোধন এবং ভুয়ো ভোটার অপসারণের দাবিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধরনা শুরু করতে পারি ।” দিল্লি ও মহারাষ্ট্রে হরিয়ানা ও গুজরাতের ভোটারদের তালিকাভুক্ত করে নির্বাচনে কারচুপি করার জন্য বিজেপি একই কৌশল ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী । তাঁর কথায়, “দিল্লি ও মহারাষ্ট্রে, হরিয়ানা ও গুজরাতের ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করে নির্বাচনে জিতেছে বিজেপি । তারা হরিয়ানা ও গুজরাত থেকে এই ভুয়ো ভোটারদের এনে বাংলায় নির্বাচনে জেতার চেষ্টা করছে কারণ বিজেপি জানে যে যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হয়, তবে তারা কখনওই বাংলার নির্বাচন জিততে পারবে না ৷” এদিন একটি ভোটার তালিকা থেকে বেশকিছু নাম পড়ে শুনিয়ে কর্মীদের উদ্দেশে মমতা বলেন, “নির্বাচন কমিশনের সহায়তায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অন্যান্য রাজ্যের ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করা হয়েছে ৷ আমরা ভুয়ো ভোটারদের চিহ্নিত করব । আমরা বহিরাগতদের (বিজেপি) বাংলা দখল করতে দেব না ৷” তাঁর কথায়, “দিল্লিতে বিজেপি যা করেছে বাংলায় তার পুনরাবৃত্তি করা যাবে না ।” তাঁর তোপ, “ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে ক্ষমতা দখল করবেন ? দেখি কার কত ক্ষমতা । সাধারণ মানুষের ক্ষমতা নাকি এজেন্সির ?”