
পুনের বাস ডিপোর ধর্ষণ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত
সোমবার সকালে পুনের সোয়ারগেট বাস ডিপোর ভয়াবহ সেই ঘটনায় অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ বৃহস্পতিবার মধ্যরাতে তাকে পুনের শিরুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷ পুনের ডেপুটি পুলিশ কমিশনার (জোন 2) স্মরতনা পাতিল বলেন, “গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে শিরুর গ্রামে তল্লাশি অভিযান চালানো হয় ৷ সেই অভিযানেই গ্রেফতার হয় অভিযুক্ত ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে ৷” পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর সন্ধানে শিরুর গ্রামের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্নিফার কুকুর ও ড্রোনের সাহায্য়ে তল্লাশি চালায় পুলিশ ৷ তল্লাশি চালানো হয় আখের খেতেও ৷ দীর্ঘ তল্লাশির পর মেলে সাফল্য ৷ উল্লেখ্য, পুনে ও অহিল্যনগর জেলায় একাধিক একাধিক চুরি ও ডাকাতির ঘটনায় নাম রয়েছে অভিযুক্তের ৷ দীর্ঘদিন জেলও খেটেছে সে ৷ গত 2019 সালে জামিনে ছাড়া পায় ৷ সোমবার সকালে সোয়ারগেট বাস স্টপে ধর্ষণের ঘটনাটি ঘটে ৷ 26 বছরের এক যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত ৷ জানা গিয়েছে, পুনে থেকে ফলটন যাওয়ার জন্য বাস স্টপে দাঁড়িয়ে ছিলেন নির্যাতিতা ৷ সেই সময় তাঁকে জোর করে বাসে তুলে নেয় অভিযুক্ত । অভিযোগ, এরপর বাসেই তাঁকে ধর্ষণ করা হয় । ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । ঘটনায় হকচকিয়ে যায় মেয়েটি ৷ পরে তাঁর চিৎকারে ঘটনাটি প্রকাশ্যে আসে । এরপর সোয়ারগেট থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতিতা । অভিযুক্তের পরিচয়ও জানার পর শুরু হয় তল্লাশি ৷ অভিযুক্তর খোঁজে 18টি দল গঠন করে পুলিশ ৷ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় তল্লাশি ৷ এমনকী, অভিযুক্তর খবর দিতে পারলে 1 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয় পুনে পুলিশের তরফে ৷ গত দু’দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত ৷ অবশেষে তাকে গ্রেফতার পর পুলিশ ৷