
নবরূপে ফিরছে হলুদ ট্যাক্সি
কলকাতার ঐতিহ্যের হলুদ ট্যাক্সি ফিরছে রাজপথে। ট্যাক্সি বলতে কলকাতার মানুষ চেনে হলুদ রঙের অ্যাম্বাসাডরকেই। এই গাড়ি তৈরি করত হিন্দুস্তান মোটর্স। সেই গাড়ির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে অনেকদিনই। হিন্দুস্তান মোটর্স তাদের কারখানা গুটিয়ে হুগলির হিন্দমোটর ছেড়ে চলে গিয়েছে। তাই অ্যাম্বাসাডরের বদলে হলুদ ট্যাক্সি কলকাতার পথে আনতে এই সংস্থাটি মারুতির সঙ্গে চুক্তি করেছে। তাদের ‘ওয়্যাগন আর’ মডেলকেই এই হলুদ ট্যাক্সিতে রূপান্তরিত করে বাজারে আনা হচ্ছে। সূত্রের খবর, ১৫ বছরের মেয়াদ পেরিয়ে যাওয়ায় যে সব হলুদ ট্যাক্সি বাতিল হচ্ছে, তাদের ইচ্ছুক চালকদের দিয়েই চুক্তির ভিত্তিতে এই হলুদ ট্যাক্সি চালাবে সংস্থাটি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দফায় ৫০টি ট্যাক্সি শহরের পথে নামছে। নিজস্ব পরিকাঠামো তৈরি হয়ে গেলে প্রতি মাসে একশোটি করে হলুদ ট্যাক্সি পথে নামাবে ‘এনএ মোবিলিটি’ নামে সংস্থাটি। হলুদ রঙের এই নয়া ট্যাক্সির গায়ে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, মনুমেন্টের ছবি।