ইডেন গার্ডেন্সের সামনে থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক

ইডেন গার্ডেন্সের সামনে থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশ। শুক্রবার রাতের এই ঘটনায় বছর একুশের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ময়দান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার রাতে ইডেন গার্ডেন্সের কাছে গোষ্ঠ পাল সরণিতে মহম্মদ আরশাদ নামের ওই যুবকের কাছ থেকে একটি বন্দুক এবং একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। কিন্তু আগ্নেয়াস্ত্রটি কী ভাবে তাঁর কাছে গেল, তার ব্যাখ্যা দিতে পারেননি ওই যুবক। অস্ত্র এবং গুলি যে তাঁর, তারও কোনও বৈধ প্রমাণও দেখাতে পারেননি। শুক্রবারই আরশাদ নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়।  জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি গার্ডেনরিচ থানা এলাকার শ্যামলাল লেনে।

error: Content is protected !!