
‘বিশ্ব অর্থনীতিতে নতুন পথ দেখিয়েছে ভারত’, এনএক্সটি সম্মেলনে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বিশ্ব অর্থনীতিতে এক নতুন পথ দেখিয়েছে ভারত ৷ শনিবার এনএক্সটি সম্মেলনের বক্তৃতায় ইন্ডিয়া-মিডিল ইস্ট-ইউরোপ অর্থনৈতিক করিডোর (IMEEC)-এর প্রসঙ্গ তুলে ধরে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের সার্বিক অগ্রগতির প্রসঙ্গে তুলে ধরে শনিবারের সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, এই মুহূর্তে ভারতের প্রতিটি ‘ইতিবাচক পদক্ষেপের’ দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব ৷ তিনি বলনে, “বিগত কয়েক দশক ধরে ভারতকে তাদের ব্যাক অফিস বলে মনে করত বিশ্ব ৷ কিন্তু, বর্তমানে ভারত বিশ্বের কর্মশক্তি নয় ৷ বরং, বিশ্বের শক্তিতে পরিণত হয়েছে ৷” দেশের এই সার্বিক অগ্রগতির জন্যই এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভারতে আসতে চাইছেন বলে দাবি প্রধানমন্ত্রীর ৷ প্রধানমন্ত্রীর কথায়, “প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে ভারত ৷ গত 26 ফেব্রুয়ারি প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের সমাপ্তি ঘটেছে ৷ এই আয়োজনে নদীর তীরে গড়ে ওঠা একটি অস্থায়ী শহরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বিশ্বের নজর কেড়েছে ৷” শুধু মহাকুম্ভই নয়, সাম্প্রতিক সময়ে একাধিক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করে বিশ্বে সাড়া ফেলে দিয়েছে ভারত ৷