
আম্বালা কোর্ট চত্বরে পর পর চলল গুলি!
চণ্ডীগড়ের আম্বালা আদালত চত্বরে হাড়হিম করা কাণ্ড। পর পর চলল গুলি। একটি ফৌজদারি মামলার শুনানি চলছিল। সেই সময় ক্যান্টনমেন্টের বাসিন্দা অমন সুদকে লক্ষ্য করে গুলি চালালো তিন দুষ্কৃতী। একটি কালো গাড়িতে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কোর্ট চত্বরের মতো জায়গায় এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাক্ষ্য দিতে আসার সময় এই গুলি চালনার অভিযোগ। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গেছে তিনজন দুষ্কৃতী ছিল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।