
বারাসতে ইভটিজিংয়ের অভিযোগ বিক্ষোভ, গ্রেফতার অভিযুক্ত ভ্যানচালক
ট্রলি ভ্যানে করে যাওয়ার পথে দুই কিশোরীকে ইভটিজিংয়ের অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, আদালত তাঁকে জামিন দেওয়ার পর দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় বারাসত থানার বাদু পুলিস ফাঁড়ি এলাকায়। পুলিসি উদাসীনতার অভিযোগ তুলে রাস্তায় আগুন জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভও হয়। পরে পুলিসের আশ্বাসেই পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ বাদু এলাকার দুই কিশোরী বাড়ি ফিরছিল একটি ইঞ্জিন ভ্যানে করে। তখন চালক সাইরুলের মোবাইলে একটি ফোন আসে। এক তৃণমূল নেতা ফোন করেছেন বলে কিশোরীদের ফোন দিতে চায় সাইরুল। কিশোরীরা তাতে রাজি হয়নি। পরিস্থিতি গোলমাল বুঝে ভাড়া দিয়ে তাড়াতাড়ি চলে যায় তারা। এরপর বিষয়টি পরিবারের সদস্যদের জানায় কিশোরীরা। রাতেই থানায় অভিযোগ দায়ের হলে সাইরুলকে পুলিস গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক জামিন দেন। তবে, এই জামিনের কথা চাউর হতেই তীব্র ক্ষোভ জানান এলাকার বাসিন্দারা। অন্যদিকে, বারাসত থানার পুলিস জানিয়েছে, ইভটিজিংয়ের অভিযোগে ফের ভ্যানচালক সাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাকে জেরা করে ফোনে জোর করে কথা বলতে বাধ্য করানোর অভিযোগে মঞ্জুর আলম নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার রাতে।