
বিজেপি শাসিত রাজ্যেই লাঞ্ছিত কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ে!
শিবরাত্রির মেলা চলছে মহারাষ্ট্রের জলগাঁও জেলার মুক্তাইনগর এলাকায়। সেই মেলাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাড়সের মেয়ে। অভিযোগ, ওই মেলাতেই কেন্দ্রীয় মন্ত্রীকে শ্লীলতাহানি করেছে একদল যুবক। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী মেয়ের সঙ্গে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনা নিয়ে থানায় এফআইআর দায়ের করেন। বলেন, “গত রাতে, আমার মেয়ে মেলায় গিয়েছিল, সেখানেই এই ঘটনাটি ঘটেছিল। কিছু ছেলে আমার মেয়েকে হেনস্থা করে।” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আশ্বাস দিয়েছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বলেছেন, “এটা খুবই নোংরা কাজ। পুলিশ মামলা দায়ের করেছে, এবং একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের হয়রানি অন্যায়। অভিযুক্তদের ক্ষমা করা হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রে খবর, একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি ছয়জন সন্দেহভাজনের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে, পকসো আইন, যৌন নির্যাতন এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।