ধর্মঘটের মধ্যেই নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক, কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

একদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আর অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় মধ্যে রয়েছে হেয়ার স্কুল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এসএসআই ছাত্র ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে এআইডিএসও ছাত্রদলের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছে। এদিকে, এই দুই কলেজের মধ্যস্থানে হেয়ার স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে। তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনও বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি না হয়। তবে কোন জায়গাতেই কোনও পরীক্ষার্থী বা ছাত্রছাত্রীকে বাধা দেওয়া হচ্ছে না।

error: Content is protected !!