
আগামী ৭ মার্চ রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব
আগামী ৭ মার্চ রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্রী ৷ জানা গিয়েছে, রাশিয়ার বিদেশ সচিবের সঙ্গে বাণিজ্য ও শক্তি সম্পর্ক-সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্যই বিক্রম মিস্রীর রাশিয়া সফর ৷ মঙ্গলবার এমনটাই বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, বেশ কয়েকজন শীর্ষ রুশ নেতার সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে বিদেশ সচিব মিস্রীর। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাকযুদ্ধের পর ইউক্রেন সংঘাতের উপর নতুন করে নজর পড়েছে আন্তর্জাতিক মহলের ৷ এর মধ্যেই বিদেশ সচিবের এই সফর আন্তর্জাতিক মহলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল ৷ ওভাল অফিসে দুই রাষ্ট্রনেতার মধ্যে উত্তেজিত বাক্য বিনিময়ের পর ইউরোপ অবশ্য জেলেনস্কির প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে ৷ মনে করা হচ্ছে, মিস্রীর রাশিয়ান সফরে অবশ্যই উঠে আসবে ইউক্রেন প্রসঙ্গ ৷