
নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা
নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হল দক্ষিণ আফ্রিকাকে। তাঁর নিজের সেঞ্চুরি কোনও কাজে লাগল না। সেমিতে হেরে মিলারের বক্তব্য, এভাবে অকারণ দুবাই যাত্রা আদর্শ নয়। অন্যদিকে কিউয়ি তারকা কেন উইলিয়ামসন মনে করছেন, ফাইনালে ভারত কোনও বাড়তি সুবিধা পাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলছে দুবাইয়ে। সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছেন রোহিত শর্মারা। অন্য সেমিফাইনালে নিউজিল্যান্ড হারায় দক্ষিণ আফ্রিকাকে। সেই ম্যাচটি অবশ্য হয় পাকিস্তানেই। কিন্তু সেমিতে ভারতের প্রতিপক্ষ কে হবে, সেটা নির্ধারিত হওয়ার আগে পর্যন্ত প্রোটিয়াদেরও দুবাই যেতে হয়েছিল। পরে শেষ চারে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় পাকিস্তানে ফিরে আসেন মিলাররা। রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের জোড়া শতরানের সুবাদে ফাইনালে ভারতের সামনে কিউয়িরা ৷ রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন ৷ গদ্দাফি স্টেডিয়ামে জোড়া শতরানেই ব্যাকফুটে চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৷ ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে হলে 363 রান করতে হত প্রোটিয়াদের ৷ পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে আপ্রাণ চেষ্টা করলেও লক্ষ্যে পৌঁছনো হল না ‘তেম্বা বাভুমা অ্যান্ড কোং’য়ের ৷ 312 রানে থেমে আরেক আইসিসি ইভেন্টে ব্যর্থতার বোঝা বাড়লেও প্রোটিয়াদের পাওনা লড়াই এবং মিলারের শতরান ৷ রান তাড়া করতে নেমে অধিনায়ক তেম্বা বাভুমা খেলেছেন 71 বলে 56 রানের ইনিংস ৷ ভ্যান ডার ডাসেনের ব্যাটে এসেছে 66 বলে 69 রান ৷ শেষদিক বিধ্বংসী ব্যাটে ‘কিলার মিলার’ শতরানে পৌঁছলেও 50 রানে হারল দক্ষিণ আফ্রিকা ৷ রাচিন ও উইলিয়ামসনের 164 রানের জুটিতেই চালকের আসনে বসে কিউয়িরা ৷ পাকিস্তানের মাঠে উজ্জ্বল ‘ভারতীয়’ রাচিন রবীন্দ্র ৷ তাঁর ব্যাটে এসেছে 101 রানের ইনিংস ৷ উইলিয়ামসন খেলেছেন 102 রানের ইনিংস ৷ জোড়া শতরানে নয়া রেকর্ডও গড়েছে নিউজিল্যান্ড ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অজিদের ৷ লাহোরের এই মাঠেই গ্রুপ লিগের ম্যাচে 356 রান করেছিল অস্ট্রেলিয়া ৷ সেই রেকর্ড ভেঙেছে কিউয়িরা ৷ প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 9 মার্চ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নামবে ‘মেন ইন ব্লু’ ৷