উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত বাংলার ২০ তীর্থযাত্রী

উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়ল বাংলার তীর্থযাত্রী বোঝাই বাস ৷ ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ তাতে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের অন্তত ২০ জন তীর্থযাত্রী ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর ৷ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার মাখনপুর থানা এলাকার পাইওনিয়ার মোড়ের কাছে ৷ পুলিশ সূত্রে খবর, প্রয়াগরাজে স্নান সেরে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি বৃন্দাবনের দিকে যাচ্ছিল । সে সময় তীর্থযাত্রীদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে গিয়ে ধাক্কা মারে । যার জেরে এই দুর্ঘটনা ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷ আহত তীর্থযাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে । চালক ঘুমিয়ে পড়েছিলেন তার জেরে এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান । তিনি জানান, যাত্রীরা সকলেই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা । রবিবার সবাই ১০ দিনের যাত্রায় রওনা হয়েছিলেন । প্রয়াগরাজ সঙ্গমে স্নান সেরে সবাই বৃন্দাবন দর্শনে যাচ্ছিলেন ।

error: Content is protected !!