হায়দরাবাদ থেকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে ট্রাকের পিছনে ধাক্কা বাসের, মৃত ৩, আহত ২০

ট্রাকের পিছনে বাসের ধাক্কা। দুর্ঘটনায় প্রাণ গেল তিন যাত্রীর। আহত ২০ জন। বৃহস্পতিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইলুরুতে। জানা গিয়েছে, বেসরকারি বাসটি তেলঙ্গানার হায়দরাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া যাচ্ছিল। ইলুরুর কাছে চণ্ডীমেল্লা এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি। হাইওয়েতে একটি ব্রিজে ওঠার আগে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাসের গতি বেশি থাকার জন্যই তা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে ইলুরু পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে আহত বাসযাত্রীদের উদ্ধার করে ইলুরু সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। তিন জনের দেহ ওই হাসপাতালের মর্গে রাখা আছে। যদিও মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।। ঘটনায় আহত হয়েছেন বাসের চালকও। তাঁর অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রের খবর।

error: Content is protected !!