সাত সকালে মালদার জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনায় মৃত ৪, আহত ২

সাত সকালে মালদায় ৫১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। মৃত্যু ৩ জনের। গুরুতর আহত ১। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। এ দিন আলতাফ হোসেন নামক এক স্থানীয় এক বাসিন্দার টোটোয় চেপে মাছের বাজারে যাচ্ছিলেন ৩ জন। বেপরোয়া গতির একটি গাড়ি গাড়ি ধাক্কা দেয় টোটোকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক সহ-৩ জনের। পরে আহত ব্যক্তিকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই দুর্ঘটনার কেউ প্রত্যক্ষদর্শী ছিলেন না। ফলে গাড়িটিকে এখনও চিহ্নিত করা যায়নি। দুর্ঘটনায় মৃতদের নাম ললিত ভুঁইমালি (৬০), আলতাফ হোসেন (৪২) , শামসুদ্দিন শেখ (৬০)। আহত ব্যক্তির নাম নিজামুদ্দিন শেখ। ত্রে খবর, এ দিন ললিত, শামসুদ্দিন এবং নিজামুদ্দিন বাড়ি থেকে মাছ ও সব্জি নিয়ে বিক্রি করার জন্য যাচ্ছিলেন স্থানীয় বাজারে। পথে এই দুর্ঘটনা ঘটে। চারজনকেই গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজোল থানার পুলিশ। যে গাড়ি ধাক্কা মারে তাকে চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। ওই গাড়ির চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃতদের পরিবারের লোকজন। অন্যদিকে, এ দিন সকালে পুরাতন মালদার নারায়ণপুর ১২ নম্বর জাতীয় সড়কে একটি পাথর বোঝাই লরি ধাক্কা দেয় একটি মাটি কাটার গাড়িকে। জাতীয় সড়কে উল্টে যায় ওই মাটি কাটার গাড়ি। গুরুতর আহত হন ওই গাড়ির চালক ও গাড়িতে থাকা এক খালাসি। ওই মাটি কাটার গাড়িকে ধাক্কা দিয়েই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে কিছু দূরে থাকা একটি গাড়ির শো-রুমে। লরিটির ধাক্কায় মৃত্যু হয় ওই শো-রুমের নিরাপত্তারক্ষীর। জানা গিয়েছে, মৃতের নাম নুরুল শেখ (৫৪)। তাঁর বাড়ি জলঙ্গা গ্রামে। আহত হয়েছেন লরির চালকও।

error: Content is protected !!