
চিকিৎসা না পেয়ে আরজি করে ৩ ঘণ্টা পড়ে রোগী! রোগীর পরিবারকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ জুনিয়র ডক্টর ফ্রন্টের বিরুদ্ধে
টানা তিনঘণ্টা চিকিৎসা না পেয়ে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ে থাকল রোগী। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে যাদের দিকে তারা জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য। শুধু তাই নয়, এই রোগীর পরিবারকে দিয়ে জোর করে সাদা কাগজে মুচলেকা লেখানোর অভিযোগও উঠেছে বাম সমর্থক জুনিয়র ডক্টর ফ্রন্টের বিরুদ্ধে। বুধবার বিকেল চারটে নাগাদ আর জি কর মেডিক্যাল কলেজে হাড়োয়া থানা থেকে ভাই সুজিত ঘোষকে নিয়ে আসেন দিদি গীতা ঘোষ। সূত্রের খবর, বাড়িতে অশান্তির জেরে বছর চল্লিশের সুজিত ঘোষ বিষ খেয়েছিলেন। বিকেল চারটে নাগাদ তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে এনে কার্ড করেন গীতাদেবী। বিকেল চারটেয় কার্ড করার পর সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত পড়ে ছিল রোগী। যন্ত্রণায় ছটফট করছিল। দেখা পাওয়া যায়নি কোনও ডাক্তারের।