করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যে আরও এক প্রার্থীর। আজ সন্ধেয় চিকি‍ত্‍সাধিন অবস্থায় মারা গিয়েছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনের সংযুক্ত মোর্চার প্রার্থী প্রদীপ নন্দীর। প্রবীণ আরএসপি নেতার অকালমৃত্যুতে বাম মহলে শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে পর পর দু’দিন দুই প্রার্থী করোনার ছোবলে মারা গেলেন। বৃহস্পতিবারই মারা গিয়েছিলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের।

error: Content is protected !!