
গঙ্গায় ২টি মোবাইল ফেলে দেন কালীঘাটের কাকু, চার্জশিটে দাবি সিবিআইয়ের
চলছে নিয়োগ দুর্নীতি-কাণ্ডের সিবিআই ও ইডির তদন্ত, অন্যদিকে একই সময়ে দু’টো মোবাইল আদিগঙ্গায় ছুঁড়ে ফেলে দেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ৷ তদন্তে এমনই তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে ৷ সম্প্রতি সিবিআইয়ের তরফে নিয়োগ দুর্নীতি মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছে, সেখানেই তারা এই বিষয়টি উল্লেখ করেছে বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, কালীঘাটের কাকুকে এই মামলায় ইডি ও সিবিআই গ্রেফতার করেছিল ৷ দু’টি তদন্তকারী সংস্থাই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ৷ সেখান থেকেও একাধিক তথ্য সামনে এসেছে ৷ তাছাড়া আরও অন্য তথ্যও হাতে পেয়েছেন তদন্তকারী ৷ চার্জশিটে সিবিআইয়ের তরফে সবকিছুরই উল্লেখ করেছে ৷ তার মধ্যে অন্যতম ফোন ফেলে দেওয়ার ঘটনাটি ৷ সিবিআইয়ের দাবি, তদন্তের কথা জানতে পেরেই দু’টো মোবাইল আদি গঙ্গায় ফেলে দেন সুজয়কৃষ্ণ ভদ্র ৷ সেখান থেকেই সিবিআইয়ের অনুমান, ওই মোবাইলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল ৷ সেই কারণেই তা ফেলে দেওয়া হয় ৷