মহিলাদের মাসিক ২৫০০ টাকার সরকারি সাহায্য, নারী দিবসে রেজিস্ট্রেশন শুরু করল দিল্লি সরকার

আন্তর্জাতিক নারী দিবসের আগেই মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য একটি নতুন সরকারি প্রকল্প চালু করা হচ্ছে ৷ সরকারি এই প্রকল্পের আওতায়, মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এমনটাই জানানো হয়েছিল গত ২০ ফেব্রুয়ারি ৷ কারা আবেদন করতে পারবেন, কী কী নথিপত্রের প্রয়োজন, তা যাবতীয় তথ্য জানা যাবে রেজিস্ট্রেশনের সময় ৷ আজকের বিশেষ দিনে শুরু হচ্ছে সেই রেজিস্ট্রেশন ৷ এই ভাতার নাম দিয়ছে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ ৷ রাজধানীর বিধানসভা নির্বাচনে আপের পালাবদলের পর দিল্লির মসনদ গিয়েছে বিজেপির হাতে ৷ গেরুয়া শিবিরের টিকিটে জিতে বিধায়ক রেখা গুপ্তা হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই তিনি জানান, তাঁর সরকার মহিলাদের জন্য ২৫০০ টাকা মাসিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পূরণ করবে ৷ আর আজ অর্থাৎ ৮ মার্চ থেকে আন্তর্জাতিক নারী দিবসে এই ‘মহিলা সমৃদ্ধি যোজনা’র রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ৷ দিল্লি সরকারের অনুমান, যে এই প্রকল্প থেকে প্রায় ১৫ লক্ষ মহিলা উপকৃত হবেন।

‘মহিলা সমৃদ্ধি যোজনা’র অধীনে, এই প্রকল্পের আওতায় যে যে প্রয়োজনীয় নথিপত্র লাগবে তা হল

  • মহিলাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীকে দিল্লির বাসিন্দা হতে হবে।
  • বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, বিপিএল কার্ড এবং আয়ের শংসাপত্র।

মন্ত্রিসভা অনুমোদন দিলে, একটি ডেডিকেটেড ওয়েব পোর্টাল চালু করা হবে যেখানে যোগ্য মহিলারা আবেদন করতে পারবেন। সুবিধাবঞ্চিত মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৫০০ টাকা দেওয়ার আগে সমস্ত নথিপত্র যাচাই করা হবে।

জানা গিয়েছে, আজ দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে মহিলা সমৃদ্ধি যোজনা আনুষ্ঠানিকভাবে চালু হবে ৷ উপস্থিত থাকবেন, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্যান্য মন্ত্রীরা

error: Content is protected !!